
Dr younus and his power
in Dr younus
এপ্রিলের ৯-১০ তারিখ, সারা পৃথিবী বাংলাদেশকে দেখবে এক নতুন চোখে—এক নতুন পরিচয়ে। প্রফেসর ইউনুসের নেতৃত্বে ৫০টি দেশের ২৩০০ জন ইনভেস্টর আসছেন ঢাকার ইন্টারকন্টিনেন্টালে।
এটা শুধু বাংলাদেশে নয়—এই উপমহাদেশেও কখনো কেউ ভাবেনি, কল্পনাও করেনি এমন কিছু ঘটতে পারে। ভাবুন তো, কী হতে যাচ্ছে আমাদের দেশে?
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী টেক উদ্যোক্তা এলন মাস্কের স্টারলিঙ্ক এই ইভেন্টের লাইভ ব্রডকাস্ট করবে। ইতোমধ্যেই বিশ্বের বড় বড় জায়ান্ট ইনভেস্টররা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন।
যদি এভাবেই এগিয়ে যাই, তাহলে সামনে তৈরি হবে হাজারো নতুন কর্মক্ষেত্র। এখন সময়, নিজেকে প্রস্তুত করার—5IR স্কিলস শিখুন, ডিজিটাল ট্রান্সফরমেশন বুঝুন, নিজেকে নতুন করে গড়ে তুলুন। আপনার স্কিলই হবে আগামীর পাসপোর্ট।
আমরা খুব শিগগিরই হয়তো আসিয়ান দেশগুলোর সদস্য হতে যাচ্ছি। কল্পনা করুন—বিদেশি দূতাবাসগুলো আসছে আমাদের দেশে, আর বিশ্বজুড়ে বাংলাদেশ হয়ে উঠছে এক নতুন সম্ভাবনার নাম।
আমরা যেনো এক নতুন বাংলাদেশকেই আবিষ্কার করতে যাচ্ছি।
এই অসাধারণ অভিযানের স্থপতি—প্রফেসর ইউনুসের প্রতি অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা।
ধন্যবাদ, বাংলাদেশ। সময় এখন আমাদের।
@Dr. Youngs